সম্প্রতি প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরান থেকে আবারও উল্লেখযোগ্য সংখ্যক আফগান শরণার্থী পরিবার নিজ দেশে ফিরে এসেছেন। ইমারতে ইসলামিয়ার শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি প্রতিবেশ দেশ দু’টি হতে ১৩৫টি আফগান পরিবার ফেরত এসেছেন। এই পরিবারগুলো নানগারহার প্রদেশের তুরখাম, কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক, নিমরুজ প্রদেশের সিল্ক রোড ও হেরাত প্রদেশের ইসলাম কালাসহ […]