ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে গফরগাঁও পৌর শহরের শিলাসী এলাকার একটি বাড়ি থেকে তাকে করা গ্রেফতার হয়। এসময় তার থেকে ভারতীয় পরিচয়পত্র, বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, শিশা টানার পাইপ, ত্রিশূল, হুক্কা, কল্কি, পাঁচ সৌদি […]