অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় টানা তৃতীয় দিনের মতো ঘেরাও ও তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী। কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, গত ৩ জুলাই থেকে জেলার কানজাল মান্ডু ও কুচল-চাতরু এলাকায় সেনা ও আধাসামরিক বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। দখলদার বাহিনী অভিযানে ড্রোন ও স্নিফার কুকুর ব্যবহার করছে এবং কাশ্মীরি স্বাধীনতাকর্মীদের খুঁজে পেতে অতিরিক্ত বাহিনী […]