দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের ২১ বছর বয়সী স্কোয়াড কমান্ডার রেই বিরান ১০ জুলাই (বৃহস্পতিবার), গাজার দক্ষিণাঞ্চলে একটি সামরিক অভিযানের সময় নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর এক ঘোষণায় ১১ জুলাই (শুক্রবার), সকালেই বিষয়টি স্বীকার করা হয়। উত্তর ইসরায়েলের শোরাশিম এলাকা থেকে আসা বিরান গোলানি রিকনিসেন্স ইউনিটের অধীনে দায়িত্ব পালন করছিল। ইসরায়েলি ‘আর্মি রেডিও’র বরাত দিয়ে […]