পুরুষের বাবরি চুলে ঝুঁটি বাঁধার বিধান

Wait 5 sec.

প্রশ্ন: পুরুষের জন্য বাবরি চুলে রাবার দিয়ে ঝুঁটি বাঁধার হুকুম কী?-মুহাম্মাদ জাহিদউত্তর:بسم الله الرحمن الرحيمপুরুষের লম্বা চুলে ঝুঁটি বাঁধা জায়েয নয়। এতে মহিলাদের সাথে সাদৃশ্য হয়। হাদীসে এসেছে,عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ»- .صحيح البخاري: 5885 ط. دار طوق النجاة“ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষকে লানত করেছেন। একইভাবে পুরুষদের সাদৃশ্য অবলম্বনকারী নারীদেরকেও লানত করেছেন।” -সহীহ বুখারী: ৫৮৮৫; আহসানুল ফাতাওয়া: ৮/৮৭; ফাতাওয়ায়ে দারুল উলুম জাকারিয়া: ৭/৩৪১; আল-মাসাইলুল মুহিম্মাহ: ১০/৩৩৫فقط، والله تعالى أعلم بالصوابআবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)০৭-০১-১৪৪৭ হি.০৩-০৭-২০২৫ ঈ.The post পুরুষের বাবরি চুলে ঝুঁটি বাঁধার বিধান first appeared on fatwaa.org | ফাতওয়া.