আফগানিস্তানের ময়দান ওয়ার্দাক প্রদেশে একটি অ্যান্টিমনি ও সীসা প্রক্রিয়াজাতকরণ কারখানা উদ্বোধন করেছে ইমারতে ইসলামিয়ার প্রাদেশিক গভর্নর কার্যালয়। এতে প্রায় ৫০ লক্ষ ডলার বিনিয়োগ করার উদ্যোগ নেয়া হয়েছে। কারখানাটি ২৫ একর জমির ওপর নির্মিত হচ্ছে। এটি দৈনিক ৬০ টন পরিশোধিত সীসা ও অ্যান্টিমনি প্রক্রিয়াজাত করতে সক্ষম হবে। প্লান্টটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪০০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ […]