পাঞ্জশির প্রদেশের উন্নত মানের পান্না রত্নপাথর বিশ্ববাজারে আফগানিস্তানের অংশগ্রহণ আরও জোরদার করছে। এই প্রাকৃতিক সম্পদ দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগে আকৃষ্ট করতে ভূমিকা পালন করছে। সম্প্রতি পান্না পাথরের ৯ম নিলাম অনুষ্ঠানের সময় এই কথাগুলো তুলে ধরেছেন প্রদেশটির গভর্নর হাফিজ মুহাম্মদ আগা হাকিম হাফিযাহুল্লাহ। গভর্নর দপ্তরের একজন মুখপাত্র জানান, উক্ত অনুষ্ঠানে সর্বমোট ২ হাজার ৫৩৯ ক্যারেট পান্না বিক্রয়ের […]