গুম কমিশনের প্রতিবেদন; ভুক্তভোগী নারী-পুরুষদের উপর আবু গারিব ও গুয়ান্তানামো কায়দায় চালানো হতো নির্যাতন

Wait 5 sec.

২৫ বছরের এক তরুণীর দুই হাত দুদিকে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। সরানো হয় গায়ের ওড়নাটাও। সামনে দিয়ে পুরুষরা যাওয়া-আসা করছে আর যা-তা বলছে। এত বেশি নির্যাতন করা হয় যে, নির্ধারিত সময়ের আগেই মাসিক শুরু হয়। নির্যাতনকারীদের কাছে প্যাড চাইলে এটা নিয়ে অনেক হাসাহাসি করত। মেয়েটি বলেছিলেন তিনি পর্দা করেন তবুও তার ওড়না কেড়ে নেওয়া হয়। […]