ভারতের আসামের গোলপাড়া জেলায় উচ্ছেদ অভিযানের সময় পুলিশের গুলিতে দুই মুসলিম যুবক শহীদ হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। শহীদ যুবকরা হলেন, যুবায়ের আলি (২৫) এবং আলমগীর হোসেন (৩২)। গত ১৭ জুলাই ক্লারিওন ইন্ডিয়া জানায়, প্রশাসন গোয়ালপাড়া জেলার পাইকান বনে কয়েক দশকের পুরনো বসতি জোরপূর্বক উচ্ছেদ করতে গেলে […]