গুম হওয়া অনেকেই চব্বিশের ৫ আগস্টের পর আয়নাঘর থেকে ফিরে এসেছে। ছেলে মুকাদ্দাসও ফোন করে জানাবে ‘মা আমি আসছি’। সেই বিশ্বাসে আল-মুকাদ্দাসের মা আয়েশা ছিদ্দিকা আজও কানের কাছে মোবাইল ফোন নিয়ে শুয়ে থাকেন। কিন্তু মুকাদ্দাস আসেন না। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ‘ল (এলএলবি) অনার্স ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র ছিল পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারী গ্রামের […]