আফগানিস্তানের পারওয়ান প্রদেশে সালাং হাইওয়ে এর বিকল্প রাস্তার নির্মাণ কাজ ৭০ শতাংশ পর্যন্ত সম্পন্ন হয়েছে। পারওয়ান প্রদেশের ঘোরবন্দ উপত্যকাকে বাগলান প্রদেশের দোশি জেলার সাথে সংযুক্ত করতে এই নতুন রাস্তার উদ্যোগ নেয়া হয়েছিল। যা সালাং মহাসড়কের বিকল্প রুট হিসেবেও পরিচিত। এটি নির্মাণের উদ্দেশ্য হল নাগরিক ও গাড়িচালকদের সুবিধা নিশ্চিত করা। এর ফলে সংশ্লিষ্ট পথে ছোট-বড় সবধরনের […]