ফিলিস্তিনি আলোচিত সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি (২৮) গাজা সিটিতে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজা সিটির আল-সাব্রা এলাকায় হামাস ও স্থানীয় দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সালেহ গুলিবিদ্ধ হন। প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সালেহ আলজাফারাওয়ির দেহ একটি ট্রাকের পেছনে পড়ে আছে, তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট। আল-জাজিরার ফ্যাক্টচেকিং সংস্থা […]