আফগানিস্তানের ঘোর প্রদেশের লাল ওয়া সারজাঙ্গাল জেলার একটি চেক ড্যাম নির্মাণ প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে ইমারতে ইসলামিয়ার পানি সম্পদ মন্ত্রণালয়। এটি সংশ্লিষ্ট জেলার তাম্বার মামবের্তো গ্রামে অবস্থিত। এটি নির্মাণের উন্নয়ন বাজেট হতে ৩০ লক্ষ ৪৫০ আফগানি বরাদ্দ প্রদান করেছে উক্ত মন্ত্রণালয়। এই বাঁধের পানি সঞ্চয় ক্ষমতা প্রায় ৯ হাজার ঘনমিটার। ১৫ নভেম্বর মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স […]