আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে এক পাবলিক নিলামে আট টন মূল্যবান পাথর বিক্রি হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১৫ কোটি আফগানি। নিলামকৃত পাথরগুলোর মধ্যে কুনজাইট, কোয়ার্টজ, বেরিল, টুরমালাইন এবং স্ফটিক পাথর অন্তর্ভুক্ত ছিল। গত ২৬ জুলাই নুরিস্তান প্রদেশের দোয়াব জেলার মাউই এলাকায় এই নিলাম অনুষ্ঠিত হয়। প্রাদেশিক খনি ও পেট্রোলিয়াম বিভাগের প্রধান মৌলভী সৈয়দ রহিম উমাইর […]