আফগানিস্তানের লোগার প্রদেশের খোশি জেলায় দুই পরিবারের মধ্যে ১০ বছরের তীব্র বিরোধের অবসান হয়েছে। আলেম-ওলামা, উপজাতি প্রবীণ এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিভাগের প্রাদেশিক কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উক্ত বিরোধটির অবসান ঘোষণা করা হয়েছে। প্রাদেশিক বিভাগের মুখপাত্র মৌলভী ইকরামুল্লাহ আজিজ হাফিযাহুল্লাহ বলেন, ইতোপূর্বে এই দ্বন্দ্ব অত্যন্ত করুণ পরিণতি ডেকে এনেছিল। একজন নারীকে মৃত্যুর […]