প্রশ্ন: কোনো মুজাহিদ যদি যাকাত নেওয়ার উপযুক্ত হয় তাকে যাকাত দেওয়া যাবে এটা জানি। আমার জানার বিষয় হলো, জিহাদি কোনো তানজীমে যাকাত দেওয়া যাবে কিনা, যা দিয়ে তানজীম জিহাদের কাজ আঞ্জাম দিবে, অস্ত্র ক্রয়, মুজাহিদদের থাকা খাওয়ার ব্যবস্থা, আবাসস্থল বা তানজীমের অন্য কোনো প্রয়োজন পূরণের কাজ করবে? বিস্তারিত জানানোর অনুরোধ রইল।-মুহাম্মাদুল্লাহউত্তরঃبسم الله الرحمن الرحيمالحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعدপ্রিয় ভাই! যাকাতের খাত শরীয়তে নির্ধারিত। যাকাত আদায় হওয়ার জন্য যাকাতের অর্থ নেসাবের মালিক নয় এমন কোনো গরীব মুসলিমকে মালিক বানিয়ে দেয়া জরুরি। তা না করে সরাসরি জিহাদি কোনো কাজে খরচ করলে যাকাত আদায় হয় না। অতএব যাকাতের অর্থ জিহাদি কোনো তানজীমে অস্ত্র ক্রয়, মুজাহিদদের থাকা-খাওয়ার ব্যবস্থা কিংবা অন্য কোনো কাজে খরচের জন্য দেওয়া যাবে না।তবে জিহাদি তানজীম যদি যাকাতের অর্থ শরীয়ত নির্ধারিত খাতে ব্যয় করার বিষয়টি নিশ্চিত করে যেমন, কোনো গরীব মুজাহিদকে মালিক বানিয়ে দেয় বা বন্দী কিংবা শহীদ মুজাহিদের গরীব পরিবারকে দেয় এবং আপনি তাদের অর্থনৈতিক স্বচ্ছতার উপর আস্থা রাখেন তাহলে জিহাদি তানজীমের এই খাতে যাকাতের অর্থ দেওয়া যাবে। এর মাধ্যমে যাকাত আদায়ের পাশাপাশি জিহাদে খরচ করারও সাওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ।আরও জানতে দেখুন: ১২৭. যাকাতের টাকা দিয়ে বন্দী মুসলিমের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিলে কি যাকাত আদায় হবে?১৮. বিদ্যানন্দ ফাউন্ডেশনে যাকাত দেওয়া যাবে কি না?২৬২. আঞ্জুমানে মুফিদুল ইসলাম নামক সংগঠনে কি যাকাত দেয়া যাবে?২৪৯. সাদাকাতুল ফিতরের টাকা কি জিহাদের ফান্ডে দান করা যাবে?فقط، والله تعالى أعلم بالصوابআবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)০৭-০১-১৪৪৭ হি.০৩-০৭-২০২৫ ঈ.The post কোনো জিহাদি তানজীমে কি যাকাত দেওয়া যাবে? first appeared on fatwaa.org | ফাতওয়া.