জানাযার নামায পড়ার পদ্ধতি

Wait 5 sec.

প্রশ্ন: আমরা যেভাবে জানাযার নামায পড়ে থাকি তা হল, প্রথম তাকবীরের পর সানা। দ্বিতীয় তাকবীরের পর সূরা ফাতিহা ও দরূদ। তৃতীয় তাকবীরের পর দোয়া এবং চতুর্থ তাকবীরের পর সালাম। এভাবে পড়া কি সঠিক হচ্ছে? না হলে সঠিক পদ্ধতি কী?-আরিন ইবনে সানাউল্লাহউত্তর:بسم الله الرحمن الرحيمالحمد لله وسلام على عباده الذين اصطفى، أما بعدজানাযার নামাযের নিয়ম হলো:১. তাকবীরে তাহরীমার পর সানা পড়া।২. দ্বিতীয় তাকবীরের পর দরূদে ইবরাহীম পড়া।৩. তৃতীয় তাকবীরের পর দোয়া পড়া।৪. চতুর্থ তাকবীরের পর সালাম ফেরানো।-মুখতাসারুল কুদুরি (সায়েদ বাকদাশ তাহকীককৃত): ২৯৮-৩০০فقط، والله تعالى أعلم بالصوابআবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)০৬-০১-১৪৪৭ হি.০২-০৭-২০২৫ ঈ.The post জানাযার নামায পড়ার পদ্ধতি first appeared on fatwaa.org | ফাতওয়া.