প্রশ্ন: স্ত্রীকে না শুনিয়ে তালাক দিলে কি তালাক পতিত হয়?-আবু সাঈদউত্তর:بسم الله الرحمن الرحيمالحمد لله وسلام على عباده الذين اصطفى، أما بعدতালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনা জরুরি নয়। তাই স্ত্রী না শুনলেও তালাক হয়ে যাবে। -মুসান্নাফ ইবনে আবী শাইবাহ: ১০/১৩৩ আসার নং: ১৯২৬৫ (দারুল কিবলা); আল-আসল: ৪/৫১৪ (দারু ইবনি হাযম); আল-মাবসুত: ৬/১৪১ (দারুল মারিফাহ); আল-মুহিতুল বুরহানী: ৩/২১০ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ: ৯/৪১ (দারুল ইশাআত)فقط، والله تعالى أعلم بالصوابআবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)০১-১২-১৪৪৬ হি.২৯-০৫-২০২৫ ঈ.The post তালাক পতিত হওয়ার জন্য কি স্ত্রীর শোনা জরুরি? first appeared on fatwaa.org | ফাতওয়া.