ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ভূমি দখল প্রতিরোধ ও পুনরুদ্ধার কমিশন গত তিন মাসে ১৬টি প্রদেশে মোট ৫,১০,৪৪৭ একর সরকারি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে গত ২৬ জুলাই ইমারতে ইসলামিয়া প্রশাসন জানায়, এই জমিগুলি আফগানিস্তানের নাঙ্গারহার, কুন্দুজ, জাওজান, তাখর, ঘোর, খোস্ত, পাক্তিকা, লোগার, নিমরোজ, পাঞ্জশির, কাপিসা, […]