আফগানিস্তানে তেল পরিশোধন অবকাঠামো সম্প্রসারণ ও উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইরান। ইমারাতে ইসলামিয়ার বালখ প্রদেশের হায়রাতান বন্দরে অবস্থিত একটি তেল পরিশোধনাগার পরিদর্শনকালে ইরানের কনসাল জেনারেল আফগান ব্যবসায়ীদের সঙ্গে তেল পরিশোধন খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। ইরানি কনসুলেটের উপ-কনসাল সজ্জাদ জাফারি জানান, ইরানের তেল, গ্যাস ও পরিশোধন খাতে বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত […]