সম্প্রতি জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত আফগান দূতাবাসে দুইজন কূটনীতিককে নিয়োগ দিয়েছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। গত ২১ জুলাই আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিও এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়, নবনিযুক্ত দুই কূটনীতিক হলেন নিবরাসুল হক আজিজ ও মুস্তফা হাশেমি। তাদের মধ্যে নিবরাসুল হক আজিজ পূর্বে কাতারে অবস্থিত ইমারতে ইসলামিয়ার রাজনৈতিক দপ্তরে কর্মরত ছিলেন, আর মুস্তফা হাশেমি […]