ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চারটি জেলার ১০টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে ভারতীয় পুলিশের ভয়ঙ্কর কাউন্টার-ইন্টেলিজেন্স উইং (সিআইকে)। এই অভিযান বিশেষভাবে পরিচালিত হয় গান্দেরবাল, বুদগাম, পুলওয়ামা এবং শ্রীনগরে। গত ১৯ জুলাই কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে জানানো হয়, গান্দেরবাল জেলায় ছয়টি, বুদগামে দুটি এবং পুলওয়ামা ও শ্রীনগরে একটি করে স্থানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় […]