আফগানিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত চুক্তি হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর কাবুলে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহলার, প্রাক্তন মার্কিন দূত জিলমেই খালিলজাদ এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ অংশ নেন। ইমারতে ইসলামিয়ার ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, ‘আডাম বোহলার আফগানিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দিদের বিষয়ে উল্লেখ করে বলেছেন […]