আফগান ভূমিতে উৎপাদিত আনার স্বাদ ও প্রিমিয়াম মানের জন্য বিশ্ব বাজারে অত্যন্ত প্রসিদ্ধ। আফগানিস্তানের কান্দাহার ও বালখ প্রদেশে চলতি বছর পূর্বের তুলনায় আনার ফলন বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ আনার সংগ্রহ দেখা যাচ্ছে কাবুল প্রদেশের সুরুবি জেলায়ও। চলতি বছর কান্দাহার প্রদেশের ১৫ হাজার হেক্টর জমিতে আনার চাষ করা হয়েছে। এতে আনুমানিক ২ লক্ষ ৭৪ হাজার টন […]