আফগানিস্তানের নানগারহার প্রদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে বিবি ফাতিমা জাহরা প্রাদেশিক হাসপাতালে একযোগে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ল্যাবরেটরি কালচার, পলিক্লিনিক ও সাধারণ স্টোর বিভাগ চালু করল ইমারাতে ইসলামিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে নানগারহার প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের প্রধান মৌলভী আমিনুল্লাহ শরীফ হাফিযাহুল্লাহ বলেন, ইমারাতে ইসলামিয়া নানগারহার প্রদেশে স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, […]