বুরকিনা ফাসোর জিবোতে জান্তা বাহিনীর ৩টি সামরিক পোস্টে একযোগে অতর্কিত আক্রমণের ঘটনায় অন্তত ৮ সেনা নিহত হয়েছে। আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এই অভিযানের তথ্য নিশ্চিত করেছে। আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক ১৮ সেপ্টেম্বর প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, ‘জেএনআইএম’ মুজাহিদিনরা বুরকিনা ফাসোর সৌম প্রদেশের জিবো শহরে একটি সমন্বিত সামরিক অপারেশন পরিচালনা করেছেন। শহরটিতে অবস্থিত […]