ফিলিস্তিনি বন্দি সমিতি (পিপিএস) জানিয়েছে, চলমান সপ্তাহের শুরু থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরজুড়ে অন্তত ১২০ জন ফিলিস্তিনিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে নারী, শিশু, সাবেক বন্দি এবং এমনকি জিম্মিও রয়েছে। পিপিএস এক বিবৃতিতে জানায়, পশ্চিম তীরে দমন-পীড়নমূলক অভিযান আরও তীব্র করছে ইসরায়েল। আটক অভিযানগুলো প্রধানত হেবরন, জেনিন, ক্বালকিলিয়া ও নাবলুস গভর্নরেটগুলোতে পরিচালিত হচ্ছে। শুধু ১৬ […]