শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালি নদীর উপর আমবাগান–বাতকুচি ঘাটের ষ্টীল ব্রিজটি গত বছরের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত হয়েছে। জনদুর্ভোগের এক বছর পার হলেও ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে রশিটানা নৌকাই এখন হাজারো মানুষের নদী পারাপারের ভরসা হয়ে উঠেছে। দ্রত ব্রিজটি নির্মাণের দাবি এলাকাবাসীর। সারেজমিনে গণমাধ্যমের রিপোর্টে দেখা যায়, চেল্লাখাল নদীর মধ্যে রয়েছে […]