অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিতে কার্যক্রম চালানো আন্তর্জাতিক কোম্পানিগুলোর কদর্য মুখোশ অবশেষে উন্মোচন করেছে জাতিসংঘ। জেনেভা থেকে প্রকাশিত হালনাগাদ ডেটাবেজে উঠে এসেছে ১১টি দেশের ১৫৮টি বহুজাতিক প্রতিষ্ঠানের নাম, যাদের মধ্যে রয়েছে এয়ারবিএনবি, বুকিং.কম, মটোরোলা সলিউশন্স ও ট্রিপ অ্যাডভাইজরের মতো বিশ্বখ্যাত কর্পোরেট জায়ান্ট। এই প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবসায়িক মুনাফার জন্য দখলদার ইসরায়েলের নৃশংস দমননীতি ও গণহত্যার […]