আল ফিরদাউসের সম্পাদক মুহতারাম ইবরাহীম হাসান হাফিযাহুল্লাহ’র কলাম: ভারতের অন্ধ্র প্রদেশের আদোনিতে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিম তরুণ আসিফকে নির্মমভাবে নির্যাতন করে তাদের কথিত ভগবানের মূর্তির সামনে নতজানু করিয়েছে এবং জোরপূর্বক তাকে “জয় শ্রীরাম” নামক অপবিত্র স্লোগান উচ্চারণ করতে বাধ্য করেছে। আসিফের উপর যে নৃশংস অত্যাচার চালানো হয়েছে, তা কেবল একটি ঘটনা নয়, বরং ভারতজুড়ে মুসলিমদের বিরুদ্ধে […]